ঐশ্বরিয়াই সেরা
বিনোদন ডেস্ক : সম্প্রতি গুগল সার্চ ইঞ্জিন ভারতের সফল ২০ নারীর একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে শীর্ষে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
ঐশ্বরিয়ার পরের স্থানটিতেই রয়েছেন ডার্টি পিকচার মুভি খ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দখল করেছেন তৃতীয় স্থানটি।
চলতি বছরের প্রথম দুই মাস পর্যবেক্ষণ করে তালিকাটি প্রকাশ করেছে গুগল। সার্চ ইঞ্জিনটির পক্ষ থেকে বলা হয়, বিশ্ব নারী দিবসকে সামনে রেখেই গুগল এ পর্যবেক্ষণ চালায়।
২০ জনের তালিকায় দুজন লেখিকার মধ্যে রয়েছেন শোভা দে ও অরুন্ধতী রায়। এছাড়াও দুজন ক্রীড়া ব্যক্তিত্ব শায়না নেহওয়াল ও মেরি কম এবং চারজন রাজনৈতিক নেত্রীর মধ্যে সোনিয়া গান্ধী, জয়ললিতা, মমতা বন্দ্যোপাধ্যায় ও সুষমা স্বরাজ স্থান পেয়েছেন।
বলিউড থেকে আরো রয়েছেন শাবানা আজমি, একতা কাপুর ও নির্মাতা মিরা নায়ার। এছাড়া রয়েছেন ডিজাইনার রিতু কুমার ও নিতা লুল্লা।