সৌদি সফরে যাচ্ছেন জো বাইডেন
সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) বিষয়টি জো বাইডেন নিশ্চিত করে বলেছেন যে তিনি সৌদি আরব সফরের কথা বিবেচনা করছেন।মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের তেলের উৎপাদন বাড়ানো ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাইডেনের এ সফরের খবর জানা গেলো।মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ‘আমি নিশ্চিত নই যে আমি যাচ্ছি কি না,’ তবে সম্ভাবনা আছে আমি ইসরায়েল ও কিছু আরব দেশে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি যদি যাই তাহলে সৌদি আরব এতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই মুহূর্তে আমার সরাসরি কোনো পরিকল্পনা নেই।’ খবর : সিএনএন।