বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » পিকে-শাকিরার বিচ্ছেদ হয়েই গেলো

পিকে-শাকিরার বিচ্ছেদ হয়েই গেলো 

shakira-1-20220604142936

অবশেষে কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা এবং বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ডর প্রায় এক যুগের সম্পর্ক ভেঙেই গেলো। আজ (শনিবার) এক যৌথ বিবৃতিতে এই সম্পর্কচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তারা।যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি, দুঃখের সঙ্গে এটা নিশ্চিত করছি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, যারা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমরা (আমাদের) গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি।’জেরার্ড পিকের সঙ্গে শাকিরার পরিচয় ২০১০ বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গান গেয়ে বিখ্যাত হয়ে গিয়েছিলেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। ওই একই বছর বিশ্বকাপ জেতে স্পেনও।এরপর দু’জনের মধ্যে সম্পর্ক গড়ায় পরিণয়ে। মূলত ২০১১ সাল থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। মিলান এবং শাশা নামে তাদের দু’টি সন্তান রয়েছে। তবে এখনও বিয়ে করেননি তারা। এমনকি বয়সও কোনো বাধা হয়ে দাঁড়ায়নি সম্পর্কে, শাকিরা অন্তত ১০ বছরের বড় পিকের চেয়ে।কিন্তু কোনো কিছুই যেখানে বাধা হয়নি, সেই সম্পর্কটা কেন এত বছর পর ভেঙে গেলো? বার্সেলোনার এক সংবাদমাধ্যমের দাবি, পিকের সঙ্গে অন্য নারীর সম্পর্কের প্রমাণ পেয়েছেন শাকিরা। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।সূত্রের খবর, বার্সেলোনায় একা থাকছেন পিকে। তার সতীর্থ রিকি পিগি এবং আরও বেশ কিছু বন্ধুর সঙ্গে একাধিক নারীকে রাত তিনটা পর্যন্ত দেখা গিয়েছিল পিকেকে। আবার গত মে মাসে দুই সন্তানকে নিয়ে ইবিজা ভ্রমণে গিয়েছিলেন শাকিরা, পিকে তাদের সঙ্গী হননি।এল পেরিওডিকোর দুই সাংবাদিক লোরেঞ্জা ভাজকুয়েজ এবং লওরা ফা খুঁজে বের করেছেন, মাত্র ২০ বছর বয়সী এক স্বর্ণকেশী তরুণির প্রেমে মজেছেন পিকে। সেই তরুণি এখনও পড়ালেখা করছেন এবং বার্সেলোনায় একটি ইভেন্টের উপস্থাপনাও করছেন। তবে সেই স্বর্ণকেশী তরুণির পরিচয় প্রকাশ করেনি তারা।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone