কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ৩ জন নিহত, জানাল পুলিশ
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে এক ব্যক্তি গুলি চালালে দুজন নিহত হয়েছে এবং আরো দুজন আহত হয়েছে। স্থানীয় সময় ৬টায় পরে জারি করা জরুরি সতর্কতায় বলা হয়, ভ্যাঙ্কুভার মহানগর থেকে প্রায় ২৫ মাইল পূর্বে অবস্থিত ল্যাংলি শহরের কেন্দ্রীয় এলাকায় একাধিক গুলির ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজন ঘটনাস্থলেই গুলিতে নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি সেখানকার গৃহহীনদের টার্গেট করতো বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সন্দেহভাজন ও ভুক্তভোগীদের স্বজনদের জানানোর আগে তাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করেনি পুলিশ।
ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের মুখপাত্র সার্জেন্ট ডেভিড লি বলেছেন, গুলি চালানোর ঘটনা মধ্যরাতে শুরু হয়েছিল এবং ভোর পর্যন্ত অব্যাহত ছিল। পুলিশ মনে করছে, হামলাকারী একা ছিল। তবে এখনো হামলার কারণ জানা যায়নি।
জানা গেছে, আহতদের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর। আরেক ব্যক্তির পায়ে গুরুতর জখম রয়েছে। তাদের সবাইকে ল্যাংলি মেমোরিয়াল হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী আশপাশের ভবনেও গুলি চালিয়েছে। ভবনের দরজা-জানালা ওই সময় বন্ধ ছিল এবং ভেতরে কেউ ছিল না।