বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, September 20, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » করাচিতে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা, সরকারি ছুটি ঘোষণা

করাচিতে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা, সরকারি ছুটি ঘোষণা 

100750paki800x483

পাকিস্তানে কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রবিবার রাতে করাচিতে ৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বিবিসি জানিয়েছে, বন্দরনগরী করাচির বিভিন্ন স্থানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে করাচিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখারও অনুরোধ করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য-সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

মুষলধারে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি করাচিতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজের পাশাপাশি বাজারগুলোও বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা জানান, ব্যাপকহারে বৃষ্টি হচ্ছে। পানি রাস্তা থেকে আমাদের কলোনিতে প্রবেশ করেছে। অনেক ঘরবাড়িও তলিয়ে গেছে। সারারাত ধরে পানি সরানোর কাজ করেছি। যার কারণে ঠিক মতো ঘুমাতেও পারিনি। এই ময়লা পানি থেকে নিজেদের রক্ষা করব কীভাবে জানি না।

শহরের নালা ও খাল বন্ধ হয়ে যাওয়ার কারণে এ জলাবদ্ধতা। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। এরই মধ্যে আগামী ২৭ জুলাই পর্যন্ত সিন্ধু প্রদেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

স্থানীয় আরেক ব্যক্তি বলেন, আমরা কাল রাত থেকে ময়লা পানির সঙ্গে রয়েছি। এখনো কেউ আমাদের উদ্ধার করতে আসেনি। আমার ছোট বাচ্চাকে নিয়ে এখানে আছি। আমার ঘরের সব আসবাবপত্র পানিতে নষ্ট হয়ে গেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone