বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, September 19, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » প্রধানমন্ত্রী বরাবর রনির স্মারকলিপি, আন্দোলন স্থগিত

প্রধানমন্ত্রী বরাবর রনির স্মারকলিপি, আন্দোলন স্থগিত 

083046013059page-15-1

বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি প্রধানমন্ত্রী বরাবর ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার বিকেল ৪টায় মহিউদ্দিন রনি তাঁর সহযোগীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এরপর বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মহিউদ্দিন রনি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ রেলওয়ে ভবনের পদ্মা হলে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রনি।

মহিউদ্দিন রনি বলেন, ‘বৈঠকে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে নিম্ন সিদ্ধান্তে উপনীত হই। রেলওয়ের সচিব ও ডিজির সম্মতিক্রমে রেলপথ মন্ত্রণালয়ের অংশীজন সভায় আমাকে একজন প্রতিনিধিসহ উপস্থিত হয়ে সব অনিয়ম, অব্যবস্থাপনা উত্থাপন এবং আমার ছয় দফার বাস্তবায়ন প্রক্রিয়ার ফলো আপে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। আমার ছয় দফা দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও ডিজির প্রতিশ্রুতির ভিত্তিতে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আমার আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সে জন্য আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা করছি। ’

মহিউদ্দিন রনি বলেন, ‘তবে যদি দেখি আমার দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না অথবা সময়ক্ষেপণ করা হচ্ছে, সে ক্ষেত্রে আমি পুনরায় আমার আন্দোলনে ফিরে যাব। আশা করি, আমার এই আন্দোলনে দুর্নীতিবিরোধী দেশপ্রেমিক এবং সব সৎ নাগরিককে পাশে পাব। ’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone