বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে 

11284609800x483

২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বার্মিংহামে আইসিসির সভায় ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত এ চক্রে নারী ক্রিকেটের আগামী চারটি বিশ্ব আসরের স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। ১০ দলের অংশগ্রহণে ওই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ।

২০২৫ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে ভারত। ২০২৬ সালে স্বাগতিক দল হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে। আর ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি দারুণ খবর। নারী ক্রিকেটের প্রসার বৃদ্ধির এ সময়ে বিশ্বকাপের মতো আসর আয়োজনের সুযোগ দেওয়ায় বিসিবির পক্ষ থেকে আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি। ‘

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone