ওআইসি মহাসচিবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক বাতিল
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সফররত অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্স’র (ওআইসি) মহাসচিব ইয়াদ আমীন মাদানির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকটি বাতিল করা হয়েছে।
সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছে।
Posted in: জাতীয়