বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » কাতার বিশ্বকাপের আগে বিচারের মুখোমুখি নেইমার

কাতার বিশ্বকাপের আগে বিচারের মুখোমুখি নেইমার 

21323516582496932879jfif800x473

আগামী ২১ নভেম্বর থেকে কাতারে বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের আগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। ২০১৭ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার প্রক্রিয়া জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ১৭ অক্টোবর স্পেনের একটি আদালতে শুনানি শুরু হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই মামলায় নেইমারের বাবা, মা ও তাদের পারিবারিক কোম্পানি এনঅ্যান্ডএনকেও অভিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান কোম্পানি ডিআইএস এমনটা দাবি করে বিবৃতি দিয়েছে।

২০১৭ সালে সান্তোস থেকে যখন নেইমারকে দলে ভেড়ায় তখন ৫ কোটির ৭১ লাখ ইউরো খরচের কথা জানায় ক্লাবটি। তবে পরবর্তীতে তাঁরা জানায় সবকিছু মিলিয়ে নেইমারকে দলে টানতে দশ কোটির ইউরোর উপর খরচ হয়েছে বার্সেলোনার।

নেইমার আর বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ আনে ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস, যাদের কাছে নেইমারের ক্রীড়া স্বত্বের ৪০ শতাংশ ছিল। নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি গোপন করায় তাদেরকে ঠকানো হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এর আগে বিষয়টি নিয়ে তদন্ত হয়। সেটারই শুনানি শুরু হবে আগামী অক্টোবরে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone