বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অর্পিতার ফ্ল্যাটে এবার মিলল ২৭ কোটি ৯০ লাখ রুপি

অর্পিতার ফ্ল্যাটে এবার মিলল ২৭ কোটি ৯০ লাখ রুপি 

09514885537633_85445

ভারতের পশ্চিমবঙ্গের গ্রেপ্তার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মোট পাওয়া গেছে ২৭ কোটি ৯০ লাখ রুপি। আজ বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা ধরে উদ্ধার হওয়া টাকা গোনার পর সাক্ষী হিসেবে উপস্থিত আবাসন কমিটির সম্পাদক অঙ্কিত চুরারিয়া এ কথা জানিয়েছেন।

তবে সম্ভাব্য দুর্নীতি তদন্তকারী ইডির তরফে আনুষ্ঠানিক বিবৃতি না দেওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু ধরা হচ্ছে না।

স্তূপীকৃত টাকার সঙ্গে অর্পিতার ওই ফ্ল্যাট থেকে মিলেছে প্রচুর সোনার বার ও অলংকার।

বিজ্ঞাপন

একটি সূত্রে দাবি, উদ্ধার হয়েছে চার কোটি ৩১ লাখ রুপির সোনা, যাতে বার বেশি, গয়না কম। এ ছাড়া বেশ কিছু সম্পত্তির দলিল ও  সম্পত্তিসংক্রান্ত নথিপত্র উদ্ধার হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের এনে মোট চারটি বড় যন্ত্রে চালানো হয় টাকা গোনার কাজ। সাধারণত ওই যন্ত্র ব্যবহার হয় ‘কারেন্সি চেস্ট’-এ। ইডির একটি সূত্রের দাবি, প্রথমে পাঁচটি সাধারণ যন্ত্র নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু টাকার পরিমাণ দেখে বড় মাপের যন্ত্র আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার দুপুরে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের তালা ভেঙে সেখানে ঢোকেন ইডির তদন্ত কর্মকর্তারা। টালিগঞ্জের ফ্ল্যাটের মতো সেখানেও টাকার পাহাড় দেখে তাঁরা সিদ্ধান্ত নেন বিশেষ যন্ত্র আনানোর। অর্পিতাকে জেরা করেই তাঁরা ওই টাকার হদিস পান বলে সূত্রের বক্তব্য। ইডির একটি সূত্র বলেন, অর্পিতা তাদের বলেছেন, তাঁর কয়েকটি ফ্ল্যাটকে নগদ টাকা গচ্ছিত রাখার জন্য ‘মিনি ব্যাংক’ হিসেবে ব্যবহার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ শুরু হয় টাকা গোনা। শেষ হতে হতে বৃহস্পতিবার ভোর হয়ে যায়। নোট গণনার সাক্ষী হিসেবে একজনকে ওপরে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। তার আগেই ২০টি ট্রাংকসহ একটি বড় ট্রাক নিয়ে আসা হয়েছিল ওই আবাসনে। ওই ট্রাংকে ভরেই উদ্ধার করা টাকা নিয়ে যাওয়া হয়।

বেলঘরিয়ার ‘ক্লাব টাউন’ আবাসনে বুধবার বেলা ১২টা নাগাদ পৌঁছয় ইডি। ওই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। দুটি ফ্ল্যাটের একটিতে নগদ অর্থের সন্ধান পান তদন্তকারীরা। তল্লাশির পর অন্য ফ্ল্যাটটিও ‘সিল’ করে দেওয়া হয়।

প্রথম রাউন্ডে গণনার পর ১৫ কোটি রুপি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছিল। তার পরও গণনা চলে। দ্বিতীয় রাউন্ডে তা ওঠে ২০ কোটিতে। ভোরে গোনার কাজ শেষ হলেও ইডির তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। টাকার সঠিক অঙ্কের কথাও জানানো হয়নি। ফলে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ঠিক কত টাকা উদ্ধার হয়েছে, তার নিশ্চিত হিসাব কেউই দিতে পারছেন না।

ধারণা করা হচ্ছে, ইডি জানালে বা আদালতে নথি পেশ করার সময় বেলঘরিয়া থেকে উদ্ধার হওয়া নগদ টাকা এবং অলংকারের হিসাব মিলবে। হিসাব পাওয়া যেতে পারে সরকারি ‘জব্দ তালিকা’ থেকেও।

প্রসঙ্গত, গত ২২ জুলাই টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ২২ কোটি রুপি, সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি। তারপর জানা যায়, বেলঘরিয়াতেও ফ্ল্যাট রয়েছে অর্পিতার। বুধবার সেখানেই অভিযান চালায় ইডি। এই বিপুল নগদ অর্থের সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক আছে বলে ধারণা।

উল্লেখ্য, বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ আগে শিক্ষামন্ত্রী ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone