বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৫

ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৫ 

ctg-d_17307

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতরা একটি পোশাক কারখানার নারী শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রাম-আরাকান সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে ৪জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়।

জানাগেছে, দোহাজারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বাহির সিগন্যাল রেল ক্রসিং অতিক্রম করার সময় পোশাক কারখানার শ্রমিকবাহী হিউম্যান হলারটি (রাইডার) রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় হলারটি দুমড়ে মুচড়ে অন্তত কয়েকগজ দূরে নিয়ে যায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।

চান্দগাঁও থানার ওসি শাহ আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি।

বিলকিছ নামে আহত এক শ্রমিক জানায়, দুর্ঘটনার সময় বাস চালক কানে হেড ফোন লাগিয়ে মোবাইল ফোনে গান শুনছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone