বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আল আকসা মসজিদে ইসরায়েলি হামলায় নিন্দা জানাল ঢাকা

আল আকসা মসজিদে ইসরায়েলি হামলায় নিন্দা জানাল ঢাকা 

110059fmbd

ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদ ও গাজায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলার গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার এক বিবৃতিতে ওই প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দখল করা ভূখণ্ডে এ ধরনের ঘৃণ্য হামলা বন্ধে টেকসই ব্যবস্থা নিতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের জনগণের একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির অবিচ্ছেদ্য অধিকারকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone