বাংলাদেশ পেল ১৮ আরবি ঘোড়া, ১০ চিত্রা হরিণ গেল কাতারে
কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি অ্যারাবিয়ান ঘোড়া উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কাতার সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০টি চিত্রা হরিণ দিয়েছে। গতকাল সোমবার ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে এই শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন ঘোড়াগুলো এবং কাতার সশস্ত্র বাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি চিত্রা হরিণগুলো উপহার হিসেবে গ্রহণ করেন।
বিজ্ঞাপন
এ সময় উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতার সশস্ত্র বাহিনী থেকে পাঠানো ঘোড়াগুলো একটি বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বিকেল সাড়ে ৫টায় অবতরণ করে।