বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » মাইলফলকের ম্যাচে বড় লজ্জার হাতছানি

মাইলফলকের ম্যাচে বড় লজ্জার হাতছানি 

0023235800x483

স্বাগতিক জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। পছন্দের ফরম্যাট ওয়ানডেতে ফেভারিটই ছিল টাইগাররা। কিন্তু ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়ে প্রথম দুই ম্যাচ হেরেই বাংলাদেশ সিরিজ খুইয়েছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটি বাংলাদেশের ৪০০তম ওয়ানডে। আর মাইলফকের এই ম্যাচে হেরে গেলেই জিম্বাবুয়ের কাছে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ।

৩৯৯ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ১৪৩টি ও হার ২৪৯টি। বাকি ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ওয়ানডেতে টাইগাররা জয় পেয়েছে ৩৫.৮৪ শতাংশ ম্যাচে।

চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৩ ও দ্বিতীয় ওয়ানডেতে ২৯১ রান করে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি জর্জর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও এবাদত হোসেন। আজকের ম্যাচে তাদেরকে একাদশেও দেখা যেতে পারে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone