ক্রিমিয়া মুক্ত করার মাধ্যমেই ইউক্রেন যুদ্ধ শেষ হবে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছে, এর স্বাধীনতার মাধ্যমেই শেষ হবে। মঙ্গলবার রাত্রিকালীন দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রিমিয়ায় রুশ বিমানঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে একজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর জেলেনস্কি এ কথা বলেন। তবে তিনি বিস্ফোরণের ব্যাপারে কিছু বলেননি।
জেলেনস্কি বলেছেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা কখনোই হাল ছাড়ব না। ‘
রাশিয়া বিস্ফোরণের কথা স্বীকার করেছে। অন্যদিকে ইউক্রেনের একজন শীর্ষ উপদেষ্টা বলেছেন, সেখানে বিস্ফোরণে ইউক্রেনের দায় নেই।
২০১৪ সালে ক্রিমিয়া ইউক্রেনের কাছ থেকে দখলে নেয় রাশিয়া। যদিও বেশির ভাগ দেশ রুশ দখলদারত্বের স্বীকৃতি দেয়নি।