বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সামরিক মহড়ায় দেখা যাচ্ছে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন : তাইওয়ান

সামরিক মহড়ায় দেখা যাচ্ছে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন : তাইওয়ান 

095439militaryJPG800x483_(1)

মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে অজুহাত হিসেবে দেখিয়ে তাইওয়ানে সামরিক আগ্রাসনের পরিকল্পনা করেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী সেফ উ এ কথা বলেছেন।

জোসেফ বলেন, তাইওয়ান প্রণালিসহ সমুদ্রের বিভিন্ন অংশে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) যে যুদ্ধ-মহড়া শুরু করেছে, তার একটাই লক্ষ্য—আমাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন।

তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক মহলকে সক্রিয় হওয়ারও আবেদন জানিয়েছেন জোসেফ।

বিজ্ঞাপন

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে গত সপ্তাহের শুরু থেকে যে উত্তেজনার স্ফুলিঙ্গ ছড়াতে শুরু করেছিল, তা এখন পর্যন্ত বন্ধ হয়নি। চীন সাগরের ‘দ্বীপরাষ্ট্রের’ ছয় দিক থেকে ঘিরে শি চিনপিংয়ের সেনাদের যুদ্ধের মহড়া এবং লালফৌজের যুদ্ধবিমানের ধারাবাহিক আকাশসীমা লঙ্ঘন চলছে এখনো।

তাইওয়ান প্রণালিসহ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশে চীনা রণতরি ও ‘অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং ভেহিকলস’ মোতায়েনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেরিয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুবোজাহাজও নেমেছে।

এই মহড়া কত দিন চলবে, চীন তা স্পষ্ট করে জানায়নি। মহড়ার বিষয়ে চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘তাইওয়ান তো আমাদের ভূখণ্ডেরই অংশ। তাই এ ক্ষেত্রে আমরা নিজেদের জলসীমার মধ্যেই সামরিক মহড়া চালাচ্ছি। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্নই উঠছে না!’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone