ট্রাম্পের বাড়িতে তল্লাশি উদ্দেশ্যপ্রণোদিত : রিপাবলিকান পার্টি
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কৌশলবিদ বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে ‘আপত্তিকর’ তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ।
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে এফবিআই এর তল্লাশির পর মুখ খুলতে শুরু করেছেন। অনেকেই সাবেক প্রেসিডেন্টের এ দাবিকে সমর্থন করছেন যে, এফবিআই এর তল্লাশি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে ট্রাম্পকে বিরত রাখার ডেমোক্র্যাট কৌশলের অংশ।
ট্রাম্পের সমর্থনে সরব হওয়া নেতাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান দলের কৌশলবিদ সেথ ওয়েদারস।
বিজ্ঞাপন
তিনি ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআই এর অভিযানকে আখ্যায়িত করেছেন ‘সত্যিই, অবিশ্বাস্যভাবে আপত্তিকর’।
বিবিসির সঙ্গে কথা বলার সময়, ওয়েদারস বলেন, এর মাধ্যমে এমন এক নজির স্থাপন করা হয়েছে যা উল্টো দেওয়া খুব কঠিন হবে বলেই তার ধারণা।
সেথ ওয়েদারস দাবি করেন, তল্লাশির ওয়ারেন্ট অনুমোদন করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে বিচার বিভাগ থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, তাকে সোমবার সন্ধ্যার এফবিআই তল্লাশির কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি।
এদিকে ট্রাম্পের বাসভবনে এফবিআইয়ের তল্লাশি নিয়ে সৃষ্ট ক্ষোভকে রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি) দলের প্রার্থীদের জন্য তহবিল সংগ্রহের কাজে লাগাতে চেষ্টা করছে বলে জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে সম্ভাব্য তৃতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। তিনি ৬ জানুয়ারির ক্যাপিটল ভবনে দাঙ্গার জন্য কংগ্রেসের তদন্তসহ অনেকগুলো তদন্তের সম্মুখীন।