শীতলক্ষ্যায় ট্রলার ডুবি
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ ও নরসিংদী জেলার সীমান্তবর্তী জামালপুর পয়েন্টে এ ঘটনা ঘটে। ট্রলারটিতে ৭০-৮০ জন যাত্রী ছিল। ট্রলারটি জামালপুর থেকে নরসিংদীর পলাশ যাচ্ছিল। ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন বিভিন্ন নৌকা ও ট্রলার দিয়ে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। অনেকে সাঁতরে তীরে ওঠেন। ফলে হতাহতের তেমন ঘটনা ঘটেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, ট্রলারে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। সকলেই তীরে উঠে গেছেন। তবে এরপরও কেউ নিখোঁজ আছেন কি না সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।