ফিক্সিং নিয়ে ‘বোমা ফাটাতে’ যাচ্ছেন ওয়াসিম আকরাম!
পাকিস্তানের ক্রিকেট আর ফিক্সিং যে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তা সবার জানা। একটা সময় নিয়মিত হতো। এখন আইসিসির আইনের কড়াকড়ির কারণে মাঝেমধ্যে শোনা যায় ফিক্সিংয়ের কাহিনী। পাকিস্তানের ক্রিকেটের অন্ধকার সময়ের অনেক অজানা গল্প এবার ফাঁস করতে যাচ্ছেন পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম।
‘সুলতান অব সুইং’ খ্যাত আকরাম সম্প্রতি নিজের জীবনী নিয়ে বই প্রকাশ করার ঘোষণা দিয়েছেন। সেখানেই উঠে আসবে এসব গল্প।
ওয়াসিম আকরামের আত্মজীবনীর নামকরণ করা হয়েছে ‘সুলতান ওয়াসিম আকরাম’। পাকিস্তান এমন একটা দেশ, যেখানে ক্রিকেটের ইতিহাস ঘাটতে গেলে সবার আগে চলে আসে ফিক্সিং ইস্যু। তাই একজন পাকিস্তানি ক্রিকেটারের আত্মজীবনীতে ফিক্সিং ইস্যুর উল্লেখ না থাকাটাই আশ্চর্যের। নিজের আত্মজীবনীতে ফিক্সিংয়ের অজানা গল্প থাকার কথা নিজেই জানিয়েছেন ওয়াসিম আকরাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বই বাজারে আসতে যাচ্ছে।
স্থানীয় একটা দৈনিকে দেওয়া সাক্ষাতকারে ওয়াসিম আকরাম বলেছেন, এ জীবনীতে বিচারপতি মালিক কাইয়ুম কমিশনের রিপোর্ট, ম্যাচ ফিক্সিংসহ নিজের ক্যারিয়ারে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা থাকবে। উল্লেখ্য, আকরামের বিরুদ্ধে বেশ কয়েকবার ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। এমনকী আকরামের সতীর্থরাও তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনেছিলেন। আকরাম অবশ্য বরাবরই ফিক্সিংয়ের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। এবার নিজের আত্মজীবনীতে নতুন কী তথ্য তিনি দেন, সেই আগ্রহটা সবার।