রানির অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি
ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে।
সাধারণ মানুষকে রানির প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। এজন্য তাঁর কফিন জনগণকে দেখানোর জন্য রাখা হবে।
এটি রাষ্ট্রীয় ঐতিহ্য হিসেবেও পরিচিত।
রানির দেহ বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদের বলরুমে রাখা হয়েছে। ওক কাঠের তৈরি কফিনে রাখা হয়েছে রানির দেহ। কফিনটি ঢাকা রয়েছে রয়্যাল স্ট্যান্ডার্ড ফর স্কটল্যান্ড ব্যানারে। তাঁর কফিনে ফুল দেওয়া হয়েছে।
রানির কফিন রবিবার (১১ সেপ্টেম্বর) সড়কপথে ১৮০ মাইল দূরত্বের এডিনবরার হলিরুডহাউস প্রাসাদে নিয়ে যাওয়া হবে। এটি স্কটল্যান্ডে ব্রিটিশ রাজপরিবারের সরকারি আবাসস্থল।
এরপর রানির মরদেহ এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রালে নেওয়া হবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত তাঁর মরদেহ সেখানেই রাখা থাকবে।
তারপর রানির মরদেহ বিমানে করে লন্ডনের বাকিংহাম প্যালেসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বুধবার (১৪ সেপ্টেম্বর) মরদেহ নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।
অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন (১৫, ১৬, ১৭, ১৮ সেপ্টেম্বর) তাঁর মরদেহ সেখানেই রাখা হবে। ওই চার দিন সর্বসাধারণ রানির কফিন দেখার সুযোগ পাবে। রানির প্রতি শ্রদ্ধাও জানাতে পারবে সাধারণ নাগরিকরা।
এরপর ১৯ সেপ্টেম্বর রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজপরিবারের সদস্য, ব্রিটেনের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষনেতারা অংশ নেবেন।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানির কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে নেওয়া হবে। সেখানে তাকে সমাহিত করা হবে।