পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। এ সময় তিনি বলেন, গতবছরের অভিজ্ঞতা থেকে আসন্ন দুর্গাপূজায় এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বছর পূজামণ্ডপে এবার স্থায়ীভাবে আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর ভ্রাম্যমাণ আদালতও থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধমে দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’ পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।