অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হলো সিঙ্গাপুরের ডেভিডের
অপেক্ষার পালা শেষ হলো। অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে গেল সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার টিম ডেভিডের। আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজি একাদশে আছেন ডেভিড। মোহালিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া
ডানহাতি ডেভিড ইতিমধ্যে মারকুটে ব্যাটার হিসেবে খ্যাতি পেয়েছেন। তিনি সিঙ্গাপুরের হয়ে ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৪৬.৫০ গড় ও ১৫৮.৫২ স্ট্রাইক রেটে করেছেন ৫৫৮ রান। ২০২০ সালের মার্চে হংকংয়ের বিপক্ষে ম্যাচটিই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। মা-বাবা অস্ট্রেলিয়ান হওয়ার সুবাদে পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
খেলোয়াড় চিনতে ভুল করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অভিষেক হওয়ার আগেই তার নাম যুক্ত হয় বিশ্বকাপ দলে। কিছুদিন আগে ডেভিডকে নিয়ে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, ‘সে এমন ধরনের খেলোয়াড় যে আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে। ’ বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অভিষেক ডেভিডের কাছে নিজেকে প্রমাণের সুযোগ।