আংটির ইশারায় চলবে মোবাইল, টিভি
অনলাইন ডেস্ক : ফোন বাজছে অথচ পকেট বা ব্যাগ থকে বের করে ধরতে পারছেন না l কিংবা টিভির চ্যানেল পরিবর্তন বা সুইচ অন বা অফ করতে বারবার উঠতে হবে না আর l আপনার হাতের তালু বা আঙ্গুলের ইশারাতেই চালিত হবে মোবাইল, টিভি বা অন্যান্য ইলেক্ট্রনিক গ্যাজেট l আংটির মত একটি ক্ষুদ্র ডিভাইস যা আঙ্গুলে পরে নিলেই আপনার তালু হয়ে উঠবে একটি নেভিগেটর বা নিয়ন্ত্রক l ক্ষুদ্র হার্ডওয়্যার উইংটি ১২০ ডলার দাম ধার্য করা হয়েছে l
ভারতের কেরালার ২৩ বছরের এক ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র এমনই এক ক্ষুদ্র হার্ডওয়্যার পণ্য আবিষ্কার করেছেন যার সাহায্যে অঙ্গুলিহেলনে সমাধা হবে বিভিন্ন কাজ l একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ইতিমধ্যেই এই যন্ত্রটির প্রচার শুরু হয়েছে l যার ফলস্বরূপ এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে ১,৬০০ মানুষ যন্ত্রটির জন্য অনলাইনে অর্ডার দিয়েছেন l যার আনুমানিক মূল্য ২০০,০০০ ডলার l
আঙ্গুলের উপর ওই আংটির মত উইংটি পরে নিলে এর ভিতরের সেন্সরটি আঙ্গুলের প্রতিটি সেগমেন্ট সনাক্ত করতে পারবে l
সেন্সরটির মাধ্যমে এটি স্মার্টফোন, টিভি বা অন্য ডিভাইস উইংটি লিঙ্ক করতে পারবে l
পকেট বা ব্যাগ থেকে বের ফোন গ্রহণ ছাড়াই – একটি আঙুলের সহজ স্পর্শেই কল রিসিভ , আপনার প্লে লিস্ট পরবর্তী ট্র্যাক থেকে সরানো, ফোনকে সাইলেন্ট মোডে পাঠানো, জরুরী সতর্কতাবার্তা পাঠানো যাবে l শুধু আপনার করতল ব্যবহার করে টিভি চ্যানেল পরিবর্তন থেকে শুরু করে সুইচ বন্ধ বা চালাতে পারবেন l
শারীরিক প্রতিবন্ধীদের জন্য, এই উইং যন্ত্রটি সহজে তাদের আঙ্গুলের সাহায্যে ম্যাপ ব্যবহার, নম্বর ডায়াল এবং এসএমস পড়া এমনকি তাদের হুইলচেয়ার নিয়ন্ত্রনেও সাহায্য করবে l সূত্র: ওয়েবসাইট