বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশে

২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশে 

145529kalerkantho_pic
সরকার প্রাক্কলন করেছিল মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে ধরে রাখবে। কিন্তু বাংলাদেশে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে অর্থনীতির হালনাগাদ তথ্যউপাত্ত নিয়ে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক’ শিরোনামের প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং, সিনিয়র কান্ট্রি স্পেশিয়ালিস্ট সুন সান হং উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এডিবি জানায়, বৈশ্বিকভাবে খাবারের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দামে অস্থিরতা মূল্যস্ফীতির হার বাড়বে। রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বৈশ্বিকভাবে খাদ্য সরবরাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব কারণে মূলত বাড়ছে নানা পণ্যের দাম।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাকে চিহ্নিত করেছে এডিবি। এ কারণে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা দীর্ঘায়িত হতে পারে বলেও মনে করে এডিবি।
সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ। সেই হিসাবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৬ শতাংশ কম হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone