ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায়
ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন প্রণয় কুমার ভার্মা। তিনি বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।
গতকাল বুধবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন বলে একজন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
ঢাকা আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় কুমার ভার্মা। ১৯৯৪ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেওয়া প্রণয় ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন। ভিয়েতনামের আগে তিনি ভারতীয় কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে কাজ করেছেন।