‘স্বার্থপর বাবর-রিজওয়ানকে বাদ দেওয়ার সময় এসেছে’- আফ্রিদির খোঁচা
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান দলের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে সমালোচনার ঝড় চলছিল গত কিছুদিন ধরে। দুজনের স্ট্রাইকরেট ছিল সমালোচকদের প্রধান টার্গেট। সেই বাবর-রিজওয়ানের ব্যাটেই গতকাল ১০ উইকেটে উড়ে গেল ইংল্যান্ড! ১৯৯ রান তাড়ায় নেমে দুজনে গড়েন অবিচ্ছিন্ন ২০৩ রানের ওপেনিং জুটি। বাবর ৬৬ বলে ১ চার ৫ ছক্কায় ১১০* এবং রিজওয়ান ৮৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৮ রানে অপরাজিত থাকেন।
বিজ্ঞাপন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই ওপেনারের এমন বিধ্বংসী রূপ পাকিস্তান ক্রিকেটের জন্য সুখবর। কিন্তু গতকাল সেই ম্যাচের আগ পর্যন্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই বলছিলেন, ওপেনিং থেকে দুজনের একজনকে অন্তত সরে যাওয়া উচিত। একদম সঠিক সময়েই একসঙ্গে জ্বলে উঠলেন বাবর-রিজওয়ান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর এবার মুখ খোলার সুযোগ পেলেন বাবর-রিজওয়ানের সমর্থকরা। যাদের অন্যতম পাকিস্তান দলের গতি তারকা শাহিন শাহ আফ্রিদি।
বৃহস্পতিবারের ম্যাচ শেষে সোশ্যাল সাইটে বাবর-রিজওয়ানের সমালোচকদের বিদ্রুপ করে সদ্য চোট থেকে সেরে ওঠা আফ্রিদি লিখেছেন, ‘আমার মনে হয়, সময় হয়েছে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার। এত স্বার্থপর ক্রিকেটার দুজন! ঠিকভাবে খেললে তো ম্যাচ ১৫ ওভারেই শেষ হয়ে যেত। অথচ দুজন শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গেছে। এটা নিয়ে আন্দোলন করা উচিত, তাই না?’ বিদ্রুপ শেষে আফ্রিদি লিখেছেন, ‘এই পাকিস্তান দলকে নিয়ে আমি দারুণভাবে গর্বিত। ’