পাকিস্তানকে হারতে দেখলে চারপাশের সবাইকে মারতে ইচ্ছে করে : রমিজ
কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছে পাকিস্তান। দলের পরাজয় দেখে মেজাজ খারাপ করে এক ভারতীয় সাংবাদিকের ওপর চড়াও হয়েছিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছরের বিশ্বকাপে দারুণ পারফর্ম করা পাকিস্তানে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল।
এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপের শিরোপা জিততেই হবে বলে খেলোয়াড়দের কঠোর বার্তা দিয়েছেন রমিজ।
পাকিস্তানের ‘জিও টিভি’কে দেওয়া এক সাক্ষাতকারে রমিজ বলেছেন, ‘আমি আমার দলকে বলেছি যে আমাদের (শিরোপা) জিততেই হবে। বিষয়টা খুব সহজ, কারণ মানুষ আমাদের সবসময় জিততে দেখতে চায়। তাই, তারা হেরে গেলে আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমি হারতে অপছন্দ করি। পাকিস্তানকে হারতে দেখলে আমার চারপাশের লোকজনকে মারতে ইচ্ছা করে। দর্শক হিসেবে আমি আসলে ভালো নই। (দল হারলে) আমি সবার প্রতি রূঢ় আচরণ করি, এ কারণে বাড়িতে আমাকে বকা শুনতেও হয়। ‘
অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ নভেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার স্বাগতিক দল হিসেবে নিশ্চয়ই ট্রফি ধরে রাখতে চাইবে। পাকিস্তানের সংকট ব্যাটিংয়ে। দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। নানা সমস্যায় জর্জরিত পাকিস্তানে ক্রিকেট খুব জনপ্রিয়। রমিজ রাজা তাই বলেছেন, ‘এটিই একমাত্র খেলা, যা দেশের মানুষের মুখে হাসি ফেরায়। জাতির মনোবল বাড়িয়ে দেয়। ‘