অস্থিরতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের
নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইরানের সাম্প্রতিক অস্থিরতাকে ব্যবহার করে দেশটিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ওয়াশিংটন সব সময়ই ইরানের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করছে, যদিও তা ব্যর্থ হয়েছে।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নাসের কানানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের নেতারা একটি দুঃখজনক ঘটনাকে কাজে লাগিয়ে ‘দাঙ্গাকারীদের’ সমর্থন দিচ্ছে।
তিনি আরো বলেন, সারা দেশে (ইরানে) লাখ লাখ মানুষ সরকারের সমর্থনে রাজপথে নেমে এলেও পশ্চিমারা সেটি উপেক্ষা করছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের রাজপথে সরকারপন্থীরাও বিক্ষোভ প্রদর্শন করেছে। এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। বিক্ষোভকারীরা ‘বিদেশিদের মদদে’ দেশে অস্থিরতার তৈরির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধেও আওয়াজ তোলে তারা।