খুলে গেল ভেনিজুয়েলা-কলম্বিয়া সীমান্ত ক্রসিং
ভেনিজুয়েলা ও কলম্বিয়ার মধ্যকার একটি বড় সীমান্ত ক্রসিংয়ে পণ্যবাহী পরিবহন দীর্ঘ সাত বছর পর পুনরায় চলাচল শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর এই পদক্ষেপ দুই দেশের অর্থনীতিকে বেগবান করবে।
নতুন এই পদক্ষেপে দুই দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যের পথ উন্মুক্ত হলো। বিভিন্ন ধরনের ফল, কয়লা ও টয়লেট পেপারের মতো পণ্যসামগ্রী সীমান্ত ক্রসিং পারাপারের সুযোগ পাবে।
বিজ্ঞাপন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার নির্বাচনি প্রচারে প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার ওপর জোর দিয়েছিলেন। গতকাল স্থানীয় সময় সোমবার তিনি পায়ে হেঁটে সাইমন বলিভার ব্রিজ অতিক্রম করেন।
ওই সময় সীমান্তের ভেনিজুয়েলা অংশে তার সঙ্গে ছিলেন উভয় দেশে নিযুক্ত পরস্পরের রাষ্ট্রদূত, ভেনিজুয়েলার পরিবহনমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা।
গুস্তাভো পেট্রো বলেন, সীমান্তের উভয় পাশের মানুষ যেন উপকৃত হতে পারে, সেটাই তার চাওয়া।