কলেজ গেটে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, যান চলাচল বন্ধ
এইদেশ এইসময়, ঢাকা : ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় নিউমার্কেট এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের সামনে পুলিশের বাধাকে উপেক্ষা করে মূলফটক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর-আজিমপুর রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে এদিন সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
Posted in: জাতীয়