শ্রমিক-মালিক সংঘর্ষ, আহত ১০
এইদেশ এইসময়, সাভার : মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। এ সময় মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।
পুলিশ জানায়, পিসরেট বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শিল্পাঞ্চলের উলাইল এলাকায় ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজে (ঢাকা সোয়েটার) বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকরা। এ ঘটনায় সোমবার কারখানাটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় ঢিল ছুড়লে মালিকপক্ষের লোকেরা তাদের ধাওয়া করেন। শ্রমিকরাও একত্র হয়ে মালিকপক্ষের লোকদের পাল্টা ধাওয়া দেন। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিক ও মালিকপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।
শিল্প পুলিশের পরিদর্শক মাসুম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।