বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে ৩ বছরে: জাতিসংঘ মহাসচিব

ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে ৩ বছরে: জাতিসংঘ মহাসচিব 

132854foodJPG800x483

করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে ক্ষুধার্ত মানুষের ক্রমবর্ধমান সংখ্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। আজ রবিবার এ ব্যাপারে একটি বিস্ময়কর চিত্র তুলে ধরেন অ্যান্তোনিও গুতেরেস।

তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, গত তিন বছরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।

টিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়তে থাকে।

বিজ্ঞাপন

ক্ষুধার্ত মানুষের সংখ্যা এভাবে বেড়ে যাওয়ার জন্য করোনা মহামারিকে দায়ী করা যেতে পারে।
১৯৩ সদস্য দেশের সংস্থার প্রধান বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে তার পোস্টে হতাশা থেকে শুরু করে প্রত্যাশা এবং কর্মের ব্যাপারে কথা বলেছেন। সকলের জন্য পুষ্টিকর খাদ্য এবং সেসব সাশ্রয়ী করার ওপরও জোর দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে। অনাহার এবং মৃত্যু প্রতিদিনকার বাস্তবতায় পরিণত হয়েছে। বিশ্বের ৩০০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করার সামর্থ্য নেই।

তিনি আরও বলেন, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য এক কঠিন সময়ে এবারের বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে। এ বছরের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘কাউকে পেছনে ফেলে রাখা যাবে না। অধিক উৎপাদন, অধিক পুষ্টি, আরও ভালো পরিবেশ এবং আরও ভালো জীবন। ’

পুষ্টিকর খাবার সবার জন্য সুলভ করতে সরকার, বিজ্ঞানী, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মত দিয়েছেন তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone