তরকারিতে টমেটো না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক : তরকারিতে টমেটো না দেয়ায় নিজের স্ত্রীকে খুন করেছে এক ব্যক্তি। মৃতের নাম প্রভা দেবী (৩০)।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখন্ডের ঋষিকেষের পাশে লক্ষ্মণঝুলা এলাকায়। ঘটনার পর অভিযুক্ত বীরেন্দ্র সিং এলাকা থেকে পালিয়ে যায়। এরপর তাকে পাশের জঙ্গল থেকে গ্রেফতার করা হয়।
পুলিশকে বীরেন্দ্র সিং জানান, তার স্ত্রী আলুর সবজিতে টমেটো দেননি। এতেই রেগে যান। তার পরই দেওয়ালে মাথা ঠুকে ঠুকে স্ত্রীকে হত্যা করেন। ঘটনার সময় তাদের দুই সন্তান বাইরে খেলছিল।
ভূতনাথ মন্দিরে চৌকিদারের কাজ করতেন বীরেন্দ্র সিং। পুলিশ তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
Posted in: আর্ন্তজাতিক