‘বিদ্যুৎ ব্যবসায়ীদের পকেট ভারি করতেই দাম বাড়াচ্ছে সরকার’
কাজী আমিনুল হাসান, ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের টাকা নিয়ে কুইক রেন্টাল ব্যবসায়ীদের পকেট ভারি করতেই আবার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার।
এ সময় তিনি সরকারের প্রতি বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানান।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৮ম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১/১১’র সরকার তারেক রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে হত্যা করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।
তিনি বলেন, এ পর্যন্ত কোনো মামলায় তারেক রহমানকে দোষী প্রমাণ করতে পারেননি।
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মোশাররফ আরো বলেন, ‘তারেক রহমান দেশে আসলে ফ্যাসিস্ট সরকার তাঁকে আবার কারাগারে পাঠাবে।’