নিরাপত্তার কারণেই পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে, তারা ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। নিরপেক্ষ ভেন্যুতে এই টুর্নামেন্ট হতে হবে। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারাও ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না।
বিজ্ঞাপন
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
স্থানীয় সংবাদমাধ্যমকে অনুরাগ ঠাকুর বলেন, ‘পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রসঙ্গ শুধু ক্রিকেটের কারণে নয়। সেখানে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা আছে। তাই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তা ছাড়া ভারতে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে বিশ্বের সব বড় দেশ অংশ নেবে। কারণ খেলার জগতে ভারতের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু ক্রিকেট নয়, আরো অনেক খেলায় ভারতের অবদান অনস্বীকার্য। আগামী বছরের বিশ্বকাপ হবে একটি ঐতিহাসিক আসর। ’
বিসিসিআই ও পিসিবির মধ্যে বিতর্কের সূত্রপাত হয়েছিল বিসিসিআই সচিব জয় শাহের একটি মন্তব্যে। বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে তিনি বলেছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। বরং এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। তাই এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে। ’
এরপর পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এর জবাবে বলেন, ‘জয়ের এই মন্তব্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা দেশগুলোর মধ্যে ভাঙন ধরতে পারে। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে, তাহলে ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির টুর্নামেন্টগুলোতে পাকিস্তান নাও যেতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে একটি সভা আয়োজনের অনুরোধ করছি। ’