চূড়ান্ত ৩ প্রতিষ্ঠানকে আর্থিক প্রস্তাব দিতে চিঠি
এইদেশ এইসময়, ঢাকা : পদ্মাসেতু নির্মাণে প্রাথমিকভাবে চূড়ান্ত তিনটি আন্তর্জাতিক নির্মাতা প্রতিষ্ঠানকে আগামী ৩ এপ্রিলের মধ্যে আর্থিক প্রস্তাব দিতে বলেছে সরকার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে এ কথা জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু’টি দক্ষিণ কোরীয় এবং একটি চীনা। এগুলোর মধ্যে চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠান পদ্মাসেতু নির্মাণের কাজ পাবে। দক্ষিণ কোরীয় দু’টি কোম্পানি হচ্ছে ‘স্যামসাং’ ও ‘ডেইলিম’। চীনা কোম্পানিটি হচ‘চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি’।
বিশ্বব্যাংক যেভাবে পরিকল্পনা ও নকশা করেছিল তা সামনে রেখেই সেতুর কাজ শুরু করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন সেতুর মূল স্থাপনা তৈরির জন্য যে দরপত্র চাওয়া হয়েছিল তাতে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। আমাদের টেকনিক্যাল কমিটি তাদের দরপত্র যাচাই-বাছাই করে তিনটি প্রতিষ্ঠানকেই অনুমোদন দিয়েছে। এখন তাদের কাছে আর্থিক প্রস্তাব চাওয়া হয়েছে।’
পদ্মাসেতুর জন্য নির্মাণ ব্যয় কত নির্ধারণ করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে পদ্মাসেতুর জন্য প্রাথমিকভাবে একটি সম্ভাব্য নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে। তিন ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র দিলে তাদের হিসাবের সঙ্গে এটি মিলিয়ে দেখা হবে।’
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে পদ্মাসেতুর মূল স্থাপনা নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সরকার।
কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং সি অ্যান্ড টি কর্পোরেশন ও ডেনিম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড এবং চীনের চায়না জংটি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড দরপত্রে অংশ নেয়।