ছেলেদের ত্বকের যত্ন
জীবনের তাগিদে পুরুষদের বাইরে বের হতে হয়। সূর্যের ক্ষতিকর রশ্মি, ধূলাবালির কারণে পুরুষদের ত্বক হয়ে যায় রুক্ষ্ণ ও শুষ্ক। ত্বকের রুক্ষ্ণতা ও শুষ্কতা দূর করে কোমল ও মসৃণ করতে নিয়মিত নিতে হবে ত্বকের যত্ন।
ডেস্ক রিপোর্ট : ত্বকের যত্ন নিতে চাইলে আপনি যেতে পারেন সেলুন কিংবা জেন্টস পার্লারে। এখন সেলুনে শুধু চুল কাটা কিংবা শেভ করা হয় না, সেইসঙ্গে ত্বকের ফেসিয়াল, ব্লিচ ও ম্যাসাজ করা হয়। আপনি সেলুন কিংবা জেন্টস পার্লারে যেতে না চাইলে ঘরে বসেই নিতে পারেন ত্বকের যত্ন।
বাইরে থেকে ঘরে ফিরে ভালো মানের ক্লিনজিং দিয়ে ত্বক পরিষ্কার করুন।
সপ্তাহে দুইদিন শশা, লেবু ও মধু মিশিয়ে পেস্ট করে ত্বক লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
সপ্তাহে দুইদিন আলু ও কাঁচা হলুদ পেস্ট করে ত্বকে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক সতেজ হবে।
টমেটোর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালচে ভাব দূর হবে।
নিয়মিত ত্বক পরিষ্কারের পর ময়েশ্চারাইজ ব্যবহার করুন। তাহলে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাবেন।
নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
বেশি বেশি শাকসবজি, ফলমূল খান ও পানি পান করুন।
সতেজ ও প্রাণবন্ত ত্বক ধরে রাখতে বাইরে বের হওয়ার সময় সানগ্লাস, সানস্ক্রিন লোশন, ছাতা কিংবা হ্যাট ব্যবহার করুন।