‘ইরানকে চাপে রাখতে চায় পশ্চিমা দেশগুলো’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মন্তব্য করেছে, মস্কো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে এমন অভিযোগ তুলে তেহরানকে চাপে রাখতে চাইছে পশ্চিমা দেশগুলো। ড্রোন সরবরাহসংক্রান্ত দাবি ইরান ও রাশিয়া দুই দেশই অস্বীকার করেছে।
রুশ মন্ত্রণালয়টির মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরান প্রসঙ্গে যা হচ্ছে, তার সবই শুধু একটি লক্ষ্যে করা হচ্ছে। আর তা হলো দেশটির ওপর চাপ প্রয়োগ করা।
বিজ্ঞাপন
ওয়াশিংটন নিজের অবস্থানের সমর্থনে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটের দেশগুলোকে এর সঙ্গে জড়াচ্ছে। ‘
এদিকে গতকাল বৃহস্পতিবার তিন ইরানি জেনারেল এবং এক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। জোটটির অভিযোগ, ইরানের সরবরাহ করা ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এরই মধ্যে ইইউয়ের এই ‘দ্রুত ব্যবস্থা’কে স্বাগত জানিয়েছেন।
ক্রেমলিন দাবি করেছে, রুশ সেনারা ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করেছে, এমন কোনো তথ্য নেই তাদের হাতে। গোটা ব্যাপারটিই ভিত্তিহীন। তাদের ভাষ্য, ‘বিষয়টি অপ্রমাণিত সিদ্ধান্তের বেশি কিছু নয়।