ধানমন্ডি সোসাইটির আয়োজনে ধানমন্ডি ওয়াক অনুষ্ঠিত
ধানমন্ডি সোসাইটির উদ্যোগে ধানমন্ডি ওয়াক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠানটি ধানমন্ডি ৭নম্বর বায়তুল আমান মসজিদ থেকে শুরু হয়ে ২৭ নম্বর চিয়ার্স রেস্ট্রুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ধানমন্ডি সোসাইটির টি শার্ট ও সাদা টি শার্ট পরে সোসাইটির সদস্য এবং ধানমন্ডি এলাকার বাসিন্দাদের অংশগ্রহণ করতে দেখা যায়।
এ সময় ধানমন্ডি সোসাইটির সভাপতি আবু মোহাম্মদ সবুর ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হোসেন (মিলন)সহ সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পদযাত্রায় অংশ নেওয়া সদস্যরা ধানমন্ডি আবাসিক এলাকার বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্ল্যাকার্ড হাতে রাখেন। যার মধ্যে ছিল দূষণমুক্ত ধানমন্ডি চাই, ধানমন্ডি লেক পরিস্কার রাখব, সবুজ ধানমন্ডি চাই, হকারমুক্ত ধানমন্ডি চাই, শব্দ দূষণ থেকে বিরত থাকব, আমার ধানমন্ডি আমি পরিস্কার রাখবসহ বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড।
জানা যায়, এ বছরের ফেব্রুয়ারিতে গঠিত, ধানমন্ডি সোসাইটি ইতিমধ্যে এলাকায় বেশ কয়েকটি পরিচ্ছন্নতা অভিযানসহ ৩০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করেছে।