দাড়ি কামাচ্ছেন সোনম!
বিনোদন ডেস্ক : না কোনো ছেলে নয়, মুখমণ্ডল ভরা সেভিং ক্রিম নিয়ে ধারালো ক্ষুর দিয়ে যিনি সেভ করছেন তার চেহারা দেখে অনেকেই চমকে উঠতে পারেন। কারণ ছেলেদের মতো গালে ফোম ও ক্ষুর হাতে দেখা গেছে বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে।
সম্প্রতি একটি ভিন্নরকম ফটোশ্যুটে দেখা গেছে হালে বলিউডের এই স্টাইল আইকনকে।
২৮ বছর বয়সী সোনমের এই ভিন্নরকম ছবিটি তুলেছেন ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠ।
যদিও ঠিক কেনো অনীল কাপুর কন্যা সোনম ফ্যাশন ফটোশ্যুটের জন্য এই ভিন্ন রকমের আইডিয়া বের করলেন তা অবশ্য জানা যায়নি।
Posted in: বিনোদন