বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পাঁচ দাবি আদায়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলটিমেটাম

পাঁচ দাবি আদায়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলটিমেটাম 

181316kalerkantho_jpg

নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি আদায়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা না পেলে ২০ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশের জেলায় জেলায় কর্মচারী বিক্ষোভ সমাবেশ এবং ২৬ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি প্রস্তাবিত ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, নবম বেতন কমিশন গঠন, বার্ষিক ইনক্রিমেন্ট ২০ শতাংশ নির্ধারণ, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন, সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, কার্যকরী সভাপতি এম ও ওয়াদুদ, মো. জসিম উদ্দিন, আবু নাছির খান, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, রোকনুজ্জামান, মো. বেল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মো. নজরুল ইসলাম, আবদুল আহাদ শিপন, জাহাঙ্গীর আলম, লিপি আক্তার জাকির হোসেন, রফিকুল আলম, মোহাম্মদ রনি প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone