কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান প্রধানমন্ত্রী : উপমন্ত্রী শামীম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি বাংলাদেশি খাদ্য বিদেশেও রপ্তানি করা হয়।
আজ শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষক সমাবেশ ও সেচযন্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম আরো বলেন, দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী হাওরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যও কাজ করছেন।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ পরিচালক (কৃষি) মো. মাতলুবুর রহমান ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।