করোনায় আক্রান্ত হয়েও বিশ্বকাপে খেলছেন আইরিশ অলরাউন্ডার
করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে বিশ্ব প্রায় মুক্ত হওয়ার পথে। তাই কোনো দেশেই আর কঠোর করোনাবিধি মানা হয় না। অস্ট্রেলিয়ায়ও তাই। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনায় আক্রান্ত হয়েও মাঠে নামছেন ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
যেমন আয়ারল্যান্ডের স্পিন অলরাউন্ডার জর্জ ডকরেল করোনায় আক্রান্ত হয়েও আজ রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচ খেলেছেন।
ম্যাচটিতে আইরিশদের ৯ উইকেটে উড়িয়ে দেয় শ্রীলঙ্কা। খেলা শুরুর আগেই ক্রিকেট আয়ারাল্যান্ড বিবৃতি দিয়ে জানায়, ডকরেলের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মৃদু উপসর্গ আছে। দলের একজন চিকিৎসক প্রটোকল অনুসারে তার চলাফেরার ব্যাপারটি দেখছেন। আইসিসির চিফ মেডিক্যাল অফিসার, শ্রীলঙ্কা দল ও স্টেডিয়াম স্টাফদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে করোনাভাইরাস নিয়ম শিথিল করেছে আইসিসি। কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও মাঠে নামতে পারবেন। তাই কারো কোনো আপত্তি ছাড়াই আজ মাঠে নামেন ডকরেল। ১৬ বলে ১৪ করে মাহিশ থিকশানার শিকার হন। এর আগে কভিড-১৯ পজিটিভ হয়ে কমনওয়েথ গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা।