কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানিরাও
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে মহারণে গতকাল রবিবার ৪ উইকেটে জয় পেয়েছে ভারত। রুদ্ধশ্বাস সেই ম্যাচের ফলাফল হয়েছে শেষ বলে। প্রবল চাপের মাঝে ৫৩ বলে অপরাজিত ৮২* রানের অবিশ্বাস্য এক ইনিংস উপহার দিয়ে দলকে জেতান বিরাট কোহলি। তার এই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটবিশ্ব।
বিজ্ঞাপন
পাকিস্তানের ক্রিকেটাঙ্গনও এর বাইরে নয়।
এবারের বিশ্বকাপ দলে সুযোগ হয়নি পাকিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার শোয়েব মালিকের। তিনি কোহলির প্রশংসায় টুইটারে লিখেছেন, ‘অসাধারণ একটা ম্যাচ দেখলাম। কোহলি স্রেফ একটা দানবের মতো খেলেছে! সাদা বলের ক্রিকেটে বিশ্বের কোনো ক্রিকেটারকে কোহলির সঙ্গে তুলনা করা যায় না। সে যেমন এক প্রান্ত আগলে রেখে খেলতে পারে, তেমনি রানিং বিটুইন দ্য উইকেটেও দুর্দান্ত। আবার ইচ্ছামতো ছক্কাও মারতে পারে। কোহলি জানে, কিভাবে ম্যাচ জেতাতে হয়। ’
পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও বলেছেন, ‘এটা কোহলির ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনিংস। নিজের ওপর বিশ্বাস রাখে বলেই সে এমন ইনিংস খেলতে পারে। তিন বছর ধরে কোহলিরে ব্যাটে রান ছিল না। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকে তো কোহলির পরিবারকেও টার্গেট করেছিল সমালোচনার। কিন্তু কোহলি ভেঙে পড়েনি। এটা সবার শেখা উচিত। এত সমালোচনার মাঝেও কোহলি অনুশীলন করে গেছে। আরো বেশি পরিশ্রম করেছে। তাই সে রাজার মতোই ফিরেছে। ’