রাশিয়াকে টারবাইন দিতে যাচ্ছে ইরান
রাশিয়াকে ৪০টি টারবাইন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইরান। গ্যাসশিল্পে সহায়তা করতে স্থানীয় সময় রবিবার এ ঘোষণা দিয়েছে তেহরান। ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিল ইরান।
ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজা নৌশাদি বলেছেন, ইরানের শিল্পসংক্রান্ত সফলতা ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেছেন, গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামগুলোর ৮৫ শতাংশ ইরানের অভ্যন্তরে তৈরি হয়। ইরান এ সক্ষমতার ভিত্তিতে তাদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রপ্তানির ব্যাপারে চুক্তি করেছে।
যদিও চুক্তিটি কোথায় স্বাক্ষর হয়েছে এবং টারবাইনগুলো কখন সরবরাহ করা হবে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি রেজা।
এর আগে সেপ্টেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিভোসতক ফোরামে বলেছেন, আমাদের টারবাইন দিন। আমরা আগামীকাল থেকেই নর্ড স্ট্রিম লাইন চালু করব।