প্রত্যাশিত জয়ে শীর্ষে উঠল ভারত
কোনো রকম প্রতিরোধ ছাড়াই ভারতের কাছে স্রেফ আত্মসমর্পণ করল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে ডাচদের ৫৬ রানে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এই বড় জয়ে তারা সেমিফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল।
রান তাড়ায় নেমে দলীয় ১১ রানেই ভাঙে ডাচদের ওপেনিং জুটি।
বিজ্ঞাপন
এরপর আর কেউই রুখে দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেন টিম প্রিঙ্গল। এ ছাড়া ১৭ রান করেন কলিন অ্যাকারম্যান। ১৬ রান করেছেন তিনজন―ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডস ও শারিজ আহমেদ। ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। একটি নিয়েছেন মোহাম্মদ শামি। ৫৬ রানে জিতে ‘গ্রুপ-২’-এর শীর্ষে এখন ভারত।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৭৯ রান। শুরুটা হয়েছিল ধীর। তৃতীয় ওভারে দলীয় ১১ রানেই ভাঙে ওপেনিং জুটি। ফের ব্যর্থ লোকেশ রাহুল ফেরেন ১২ বলে ৯ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলি গড়েন ৫৬ বলে ৭৩ রানের জুটি। কোহলি শুরু থেকেই অনেকটা ওয়ানডে স্টাইলে খেলছিলেন। ৩৫ বলে ফিফটি পূরণ করা রোহিত আউট হন ৫৩ রানে। তাকে কলিন অ্যাকারম্যানের তালুবন্দি করেন ফ্রেড ক্লাসেন।
এরপর উইকেটে এসেই বিধ্বংসী মেজাজে ধরা দেন সূর্যকুমার যাদব। কোহলির সঙ্গে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ বলে ৯৫* রান। ৩৭ বলে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। তিনি অপরাজিত থাকেন ৪৪ বলে ৩ চার ২ ছক্কায় ৬২* রানে। অন্যদিকে রণমূর্তি ধারণ করা সূর্যকুমার যাদব শেষ ওভারে ফিফটি পূরণ করেন মাত্র ২৫ বলে। ২০৪.০০ স্ট্রাইকরেটে ৫১* রান করে তিনি অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৭৯ রান।