সাকিবদের সিডনি স্টেডিয়ামের মূল ড্রেসিংরুমে রাখা হয়নি!
ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। বরং ব্যাটিং-বোলিংয়ে চরম ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বড় পরাজয় মেনে নিতে হয়েছে। দুঃখজনক হলো, এই বিখ্যাত স্টেডিয়ামটির মূল ড্রেসিংরুমটাও দেখা হয়নি টাইগারদের। তাদের জন্য বরাদ্দ ছিল রাগবি খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত ড্রেসিংরুমটি!
সিডনির এই মাঠে ক্রিকেটের পাশাপাশি রাগবি এবং ফুটি খেলাও অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সেসব খেলার খেলোয়াড়দের জন্য আলাদা ড্রেসিংরুম আছে। যেখানে বসে আবার ক্রিকেট ম্যাচ ভালোভাবে দেখা যায় না। বাংলাদেশি ক্রিকেট দলের সদস্যদের তাই ডাগ-আউটে বসে পুরো ম্যাচটি দেখতে হয়েছে। কিন্তু কেন বাংলাদেশ দলকে সিডনির মূল ড্রেসিংরুম বরাদ্দ দেওয়া হলো না?
খোঁজ নিয়ে জানা গেছে, সিডনির মূল ড্রেসিংরুমটি বরাদ্দ ছিল ভারত এবং নেদারল্যান্ডসের ক্রিকেটারদের জন্য। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষের পরপরই একই মাঠে শুরু হয় ভারতের ম্যাচ। যাতে ডাচদের ৫৬ রানে হারিয়ে দিয়েছে রোহিত শর্মার দল। ডাচ ক্রিকেটাররা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন; অন্তত সিডনির মূল ড্রেসিংরুমে তো ব্যবহার করতে পারলেন!