বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » হংকংয়ে দোষী সাব্যস্ত গণতন্ত্রপন্থী জিমি, নিন্দা করল যুক্তরাষ্ট্র

হংকংয়ে দোষী সাব্যস্ত গণতন্ত্রপন্থী জিমি, নিন্দা করল যুক্তরাষ্ট্র 

144700jimiJPG800x483

ভুয়া ‘জালিয়াতি মামলা’য় দোষী সাব্যস্ত করা হয়েছে হংকংয়ের গণতন্ত্রকামী ধনকুবের তথা মিডিয়া টাইকুন জিমি লাইকে। সরকারের সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগে লাইয়ের বিরুদ্ধে মামলা চলছিল হংকংয়ের একটি আদালতে। মঙ্গলবার সেই মামলায় রায় দিয়েছেন বিচারক।

বিতর্কিত নিরাপত্তা আইন প্রয়োগ করে আগেই গ্রেপ্তার করা হয় মিডিয়া টাইকুন জিমি লাইকে।

বিজ্ঞাপন

তারপর থেকে কারাগারে আছেন তিনি। হংকংয়ের গণতন্ত্রকামীদের অন্যতম মুখ তিনি।

বরাবরই চীনের স্বৈরাচারের বিরুদ্ধে সরব হয়েছেন নেক্সট ডিজিটাল মিডিয়া সংস্থার কর্ণধার লাই। চীনবিরোধী খবর প্রকাশের জন্য বছরখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে জিমির সংস্থার সংবাদপত্র ‘অ্যাপল ডেইলি’-কে।

তার আগে এক সাক্ষাৎকারে জিমি লাই সাফ জানিয়ে দিয়েছিলেন, হংকংয়ে থেকেই তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাবেন। নতুন জাতীয় নিরাপত্তা আইনে তাকে নিশানা করবে বেইজিং বলে সেখানে আশঙ্কা প্রকাশ করেছিলেন জিমি লাই। সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও গণতন্ত্রকর্মীদের অভিযোগ, জিমি লাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে চীন। ভুয়া অভিযোগে তাকে ফাঁসিয়েছে শি চিনপিংয়ের প্রশাসন।

জিমি লাইয়ের সাজার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেড প্রাইস সাফ জানিয়ে দিয়েছেন, এভাবে জিমি লাইকে দোষী সাব্যস্ত করার ঘটনার তীব্র নিন্দা করছে যুক্তরাষ্ট্র। যেভাবে হংকংয়ের স্বশাসন শেষ করা হচ্ছে এবং যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তা খুবই উদ্বেগের বিষয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone