৭০০% উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা সৌদি কফি কম্পানির
সৌদি কফি কম্পানি পাঁচ বছরের মধ্যে সৌদি কফি উৎপাদন ৭০০ শতাংশের বেশি বাড়ানোর পরিকল্পনা করেছে। কম্পানিটির প্রধান নির্বাহী রাজা আলহারবি ২০২৮ সালের মধ্যে বার্ষিক আড়াই হাজার টন কফি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন কম্পানিটি বর্তমানে বছরে ৩০০ টন কফি উৎপাদন করে। পিআইএফ চলতি বছরের মে মাসে বিশ্বব্যাপী সৌদি কফি বিনের প্রচারের জন্য কম্পানিটি চালু করেছিল।
বিজ্ঞাপন
আলহারবি জানিয়েছে, সৌদি কফি কম্পানি সৌদির কফিশিল্পকে উন্নত করার জন্য পাঁচটি কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে। যার একটি হলো, তারা বিশ্বব্যাপী ২৫টি কফি শপ খোলার পরিকল্পনা করেছে।
অঞ্চলটিতে কফি চাষে বিনিয়োগের পর দ্বিতীয় কৌশল হিসেবে কম্পানিটি কফি রোস্টিং এবং প্যাকেজিংয়ের দিকে মনোযোগ দেবে।
আলহারবি জানিয়েছে, যার অংশ হিসেবে কম্পানিটি বেসরকারি খাতকে সাহায্য করার জন্য একটি ‘ওপেন প্ল্যাটফরম কারখানা’ নির্মাণ করবে। এতে কফির দেশীয় এবং আন্তর্জাতিক গ্লোবাল ব্র্যান্ডগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিনিয়োগ না করেই তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবে।
কম্পানিটির প্রধান নির্বাহী বলেছেন, ‘তৃতীয় কৌশল হবে একটি সৌদি কফি ব্র্যান্ড তৈরি করা, যা বিশ্বকে সৌদির জাজানের বিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। চতুর্থ কৌশল হবে কফি শপের একটি চেইন খোলা। সর্বশেষ কৌশলটি হলো- রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং জাজানে একাডেমি তৈরি করে প্রশিক্ষণ এবং সার্টিফিকেশনের মাধ্যমে কফিশিল্পের মান উন্নয়ন করা। ‘
পিআইএফ সৌদি কফি কম্পানিকে এসব লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করছে বলে জানিয়েছেন আলহারবি।