বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সৌদি সফরে যেতে পারেন শি চিনপিং : সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি সফরে যেতে পারেন শি চিনপিং : সৌদি পররাষ্ট্রমন্ত্রী 

174531shi

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সৌদি আরব সফর করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির এই নেতা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যে তেলসমৃদ্ধ সৌদির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

যুবরাজ ফয়সাল বিন ফারহান তার চীনা সমকক্ষ ওয়াং ইয়ের সঙ্গে আলোচনার পর রিয়াদ এবং বেইজিংয়ের মধ্যে ‘ঐতিহাসিক এবং দৃঢ় সম্পর্ক’কে স্বাগত জানিয়েছেন।

সৌদি টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে যুবরাজ ফয়সাল বলেছেন, ‘আজকে একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের বৈঠকটি হলো, কারণ সৌদিতে চীনা প্রেসিডেন্টের সফরের  প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেছেন, চীন ও আরব দেশগুলোর মধ্যে সম্মেলনের জন্য সৌদি ‘চূড়ান্ত ব্যবস্থা’ করছে।

শি গত সপ্তাহে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন। তিনি সেপ্টেম্বরে কাজাখস্তান এবং উজবেকিস্তান সফর করেছেন। যা করোনা মহামারির প্রথম দিন থেকে তার প্রথম চীন ত্যাগ।

এএফপি শির প্রত্যাশিত সফর সম্পর্কে জানতে চাইলে সৌদি আরবের চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের কাছে এ বিষয়ে ‘দেওয়ার মতো কোনো তথ্য’ নেই।

সম্ভাব্য এ সফরটির খবর এমন সময়ে এলো যখন ওপেক প্লাস তেল উৎপাদন হ্রাস করার পর সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া ওয়াংকে উদ্ধৃত করে বলেছে, চীনের সামগ্রিক কূটনীতিতে সৌদি আরব একটি অগ্রাধিকার অবস্থানে রয়েছে।

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে শি সৌদি আরব সফর করেছিলেন এবং সৌদি যুবরাজ ২০১৯ সালের প্রথম দিকে চীন সফর করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone